জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু। নির্বাচনে তিনি ৩ হাজার ৩৩৪টি ভোট পেয়েছেন। জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির প্যানেল সমর্থিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম ও এজিএস পদে (পুরুষ) ছাত্রশিবির প্যানেলের ফেরদৌস আল হাসান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মাজহারুল পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট আর ফেরদৌস ভোট পেয়েছেন ২ হাজার ৩৫৮টি।