উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত বুমরা-মান্ধানা
উইজডেনের চোখে ২০২৫ সালের সেরা পুরুষদের উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন ভারতের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। মেয়েদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হয়েছেন ভারতেরই আরেক তারকা স্মৃতি মান্ধানা।