উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত বুমরা-মান্ধানা

উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত বুমরা ও মান্ধানা
ক্রিকেট
এখন মাঠে
0

উইজডেনের চোখে ২০২৫ সালের সেরা পুরুষদের উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন ভারতের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। মেয়েদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হয়েছেন ভারতেরই আরেক তারকা স্মৃতি মান্ধানা।

২০২৪ সালে টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০-এর কম গড়ে ২০০ উইকেট নেন বুমরা। ১৩ টেস্টে ৭১ উইকেট নেন তিনি। পাশাপাশি গত জুনে ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতাতেও বড় অবদান ছিল তাঁর।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ১৮ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৫ উইকেট নেন বুমরা। গত বছর তিন সংস্করণ মিলিয়ে মেয়েদের ক্রিকেটে ১৬৫৯ রান করেন মান্ধানা।

আন্তর্জাতিক ক্রিকেটে এক বর্ষপঞ্জিতে কোনো নারী ক্রিকেটারের এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। এর মধ্যে চারটি সেঞ্চুরি, যা আরেকটি রেকর্ড। গত জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ভারতের ১০ উইকেটের জয়ে ১৪৯ রানের ইনিংসও খেলেন মান্ধানা।

এএইচ