বছর পেরোলেও চালু হয়নি টাঙ্গাইল কমিউটার ট্রেন; ভোগান্তিতে যাত্রীরা
গাজীপুরের জয়দেবপুরে মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষের এক বছরেও চালু হয়নি টাঙ্গাইল কমিউটার ট্রেন। এতে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে এ রুটের যাত্রীরা। সেবার মান বৃদ্ধি করে ভোগান্তি লাঘবে ঈদের আগেই ট্রেনটি চালুর দাবি তাদের। কর্তৃপক্ষ বলছে, কমিউটার ট্রেন চালুর ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।