হজের-ফিরতি-ফ্লাইট

হজের প্রথম ফিরতি ফ্লাইটে ফিরলেন ৩৬৯ হাজি
গত ৮ জুন জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে এবার হাজিদের দেশে ফেরার পালা। আজ (মঙ্গলবার, ১০ জুন) থেকে শুরু হয়েছে হজের ফিরতি ফ্লাইট।

শুরু হলো হজের ফিরতি ফ্লাইট
শুরু হলো হজের ফিরতি ফ্লাইট। প্রথম দিনে ১০ টি ফ্লাইটে ফিরবেন প্রায় ৪ হাজার হাজি। বিমানবন্দরে নেমে হজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন হাজিরা। প্রথম ফ্লাইটের যাত্রীদের বরণ করে নিয়ে সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, রোড টু মক্কার সুফল পাচ্ছে বাংলাদেশ। আর বিমানের এমডি মো. জাহিদুল ইসলাম ভূঞায় আশা, কোন রকম জটিলতা ছাড়াই শেষ হবে হজের ফিরতি যাত্রা।