সাবেক এমপি আবু জাহির ও পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ
হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু জাহির ও তার পরিবারের পাঁচ সদস্যের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (সোমবার, ৩ মার্চ) দুপুরে তাদের নামে পৃথক নোটিশ জারি করে আবু জাহিরের বাসার সামনে টাঙিয়ে দেওয়া হয়। আগামী তিন সপ্তাহের মধ্যে সম্পদ বিবরণী জমা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।