হারিয়ানার কুস্তি স্কুলে ২৪ নারী শিক্ষার্থী
ভারতের হারিয়ানা রাজ্যের একটি গ্রামে ২৪ জন শিক্ষার্থীকে দেয়া হচ্ছে কুস্তি প্রশিক্ষণ। রাজ্য সরকারের অর্থায়নে চলছে সিসাইয়ে আলটিয়াস রেসলিং স্কুলের কার্যক্রম। তবে একাডেমি শিক্ষা কার্যক্রমের জন্য মাসে প্রায় নয় হাজারের বেশি দিয়ে থাকে শিক্ষার্থীদের পরিবার। বড় কুস্তিগীর হওয়ার স্বপ্ন সত্যিতে দিনরাত পরিশ্রম করে চলেছে তরুণীরা।