পাখি বাঁচাতে ড্রোন দিয়ে বনে ছাড়া হচ্ছে মশা
হাওয়াই দ্বীপপুঞ্জে আকাশে উড়ছে ড্রোন, আর সেখান থেকে নামছে হাজার হাজার মশা। কিন্তু এসব মশা কারও ক্ষতি করছে না। বরং বনে-বনে ঘুরে পাখিদের জীবনরক্ষা করছে। বিপন্ন প্রজাতির পাখিদের বাঁচাতে বিজ্ঞানীদের এই অভিনব চেষ্টা যা ড্রোন, ব্যাকটেরিয়া, আর আধুনিক প্রযুক্তির মিশেলে প্রকৃতি বাঁচানোর এক সাহসী অভিযান।