আটকে থাকা হাঙ্গরকে গভীর সমুদ্রে পাঠালো বাবা-ছেলে
পানির গভীরতা নেই, সমুদ্রের এমন জায়গায় আটকে গিয়েছিল বড় এক হাঙ্গর। সেই হাঙ্গরকে উদ্ধার করে গভীর সমুদ্রে পাঠানো পর্যন্ত উদ্যোগে অংশ নিলো এক বাবা আর তার ছেলে। বিস্ময়কর আর প্রাণবিক ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের আর্ড্রোসান শহরের সমুদ্র উপকূলে।