হারমনি অপারেটিং সিস্টেমের প্রথম ল্যাপটপ আনলো হুয়াওয়ে
প্রযুক্তি বাজারে নতুন দুটি ল্যাপটপ নিয়ে এসেছে চীনা কোম্পানি হুয়াওয়ে। দুটি ল্যাপটপেই নিজস্ব অপারেটিং সিস্টেম হারমনি ওএস ব্যবহার করেছে কোম্পানিটি। পশ্চিমা প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এ উদ্যোগ নিয়েছে হুয়াওয়ে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।