গুগল থেকে চ্যাটজিপিটির কথোপকথন মুছে ফেলছে ওপেনএআই
সার্চ রেজাল্টে চ্যাটজিপিটির কথোপকথন খুঁজে পাওয়ার একটি ফিচার সরিয়ে দিয়েছে ওপেনএআই। শর্ট লিভড এক্সপেরিমেন্ট নামের ফিচারটি মূলত চ্যাটবটের লিংক ক্রিয়েশন অপশনের সঙ্গে যুক্ত ছিল। মূলত ব্যবহারকারীদের অভিযোগের পর ওপেনএআইয়ের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ড্যান স্টাকি সার্চ ইঞ্জিন থেকে কথোপকথনের হিস্ট্রি মুছে ফেলার বিষয়টি জানান।