বিপিএল ঘিরে মিরপুরে ফুটপাত ব্যবসায়ীদের সিজনাল বেচাবিক্রি
খেলার দিন মিরপুর স্টেডিয়ামের আশপাশে হাঁটলেই চোখে পড়ে জার্সি, হেডব্যান্ড-পতাকার পসরা সাজিয়ে বসা বিক্রেতাদের। শহরের বহু মানুষের জীবিকা চলে ফুটপাত কেন্দ্রিক ব্যবসা করেই। বিপিএল ঘিরে তাদের বেচা বিক্রি অনেকটাই বাড়ে।