৩১তম দেশ হিসাবে হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
বাহরাইন সরকারের যুব বিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে এবং আন্তর্জাতিক যুব সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ গ্লোবাল নেটওয়ার্ক ফর ইয়ুথ কম্পিটিটিভনেস—হোপ নেটওয়ার্কে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৪ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বাংলাদেশের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ নেটওয়ার্কে সম্মতি দেন। এর মাধ্যমে বাংলাদেশ হোপ নেটওয়ার্কের ৩১তম সদস্য দেশ হিসেবে যোগদান করতে যাচ্ছে।