নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা কাল
আগামী অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। সিটি করপোরেশন গঠনের পর এটি হবে ১৪তম বাজেট। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজেট প্রণয়নে কিছুটা বিলম্ব হয়েছে।