বাংলা বর্ষবরণে আগের তুলনায় বেশি নিরাপত্তার আশ্বাস পুলিশ ও র্যাবের
বাংলা নববর্ষ ১৪৩২ সনকে বরণ করতে প্রস্তুত গোটা দেশ। সেই সাথে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা বাহিনীও। চারুকলায় শোভাযাত্রার ফ্যাসিস্টের মোটিফ পোড়ানো দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার। এদিকে, রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রভাতী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। সেখানে নিরাপত্তা নিয়ে মহড়া দিয়েছে র্যাব। ডিজি জানান- আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিরাপত্তা দেয়া হবে।