আজ ৫৪তম বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার
বাংলাদেশের ৫৪তম বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ (সোমবার, ২ জুন) পেশ হতে যাওয়া বাজেটের সম্ভাব্য আকার সাত লাখ ৯০ হাজার কোটি টাকা। পতিত আওয়ামী সরকারের সবশেষ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে এবার সাত হাজার কোটি টাকা কম ধরা হয়েছে। সরকার বলছে, উচ্চ আকাঙ্ক্ষা বা লুটপাটের উন্নয়নে ব্যয় না করে প্রয়োজনীয় বাজেট নেয়া হচ্ছে। এবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনে জাতীয় সংসদ না থাকায় বিটিভিতে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা।