শেরপুর গারো পাহাড়ে ৫৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অভিযান চালিয়ে ভারতীয় সাতটি ব্র্যান্ডের ৫৭০ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২৯ এপ্রিল) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। মঙ্গলবার দুপুর ৩ টায় এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন।