রাজশাহী মেডিকেল কলেজে হেমাটোলজি ডে ২০২৫ উদযাপিত

রাজশাহী
হেমাটোলজি ডে ২০২৫ উপলক্ষে আলোচনা
কর্পোরেট
1

রাজশাহী মেডিকেল কলেজে হেমাটোলজি ডে ২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার (৫ জুলাই) কলেজের হেমাটোলজি বিভাগ, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান এবং বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক।

বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম; ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ, ডিরেক্টর, আরএমসিএইচ; অধ্যাপক ডা. মো. আমিন লুৎফুল কবির, সভাপতি, এইচএসবি; ডা. মো. আদনান হোসেন মাসুদ, সাধারণ সম্পাদক, এইচএসবি; অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ, সভাপতি, টিচার্স অ্যাসোসিয়েশন, আরএমসিএইচ; ডা. এম মোর্শেদ জামান মিঞাঁ, হেড অব হেমাটোলজি ডিপার্টমেন্ট; এস এম মাহমুদুল হক পল্লব, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

এছাড়াও অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত দেশবরেণ্য রক্তরোগ বিশেষজ্ঞ ও অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে পাশাপাশি তিনটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ দিকে ইন্টার্ন চিকিৎসকদের জন্য একটি প্রেজেন্টেশন দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। প্রতিটি সেশনের পরে অংশগ্রহণকারীদের জন্য ওয়ার্কশপের বিষয়ের ওপর আকর্ষণীয় কুইজ কম্পিটিশনের আয়োজন ছিল। বক্তারা হেমাটোলজি বিষয়ের ব্যাপ্তি ও অগ্রসরতা দেখে সন্তোষ ও বিস্ময় প্রকাশ করেন, এবং এ বিষয়টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এএইচ