নতুন উচ্চতায় টাইলক্স, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শোয়েব আখতার

টাইলক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর শোয়েব আখতার
কর্পোরেট
2

দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস, স্কিনকেয়ার ও হোমকেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান গ্রুপের ব্র্যান্ড টাইলক্সের ব্যান্ড অ্যাম্বাসেডর হলেন কিংবদন্তি পেসার শোয়েব আখতার। নিজেদের ব্র্যান্ড কমিউনিকেশনকে আরও শক্তিশালী করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

ক্রিকেট বিশ্বে গতি, শক্তি ও আগ্রাসনের প্রতীক শোয়েব আখতার—যিনি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত—এবার সেই শক্তির প্রতিচ্ছবি তুলে ধরছেন ঘরের পরিচ্ছন্নতায়।

নতুন এ বিজ্ঞাপনে টাইলক্সের শক্তিশালী ক্লিনিং ফর্মুলা, জীবাণুনাশক ক্ষমতা ও কার্যকর পরিষ্কারের বার্তা তুলে ধরা হয়েছে। নতুন বিজ্ঞাপনে শোয়েব আখতার ‘ক্লিন মানেই টাইলক্স- টাইলক্স মানেই ক্লিন’ শ্লোগানে সুভাশিত পরিচ্ছন্নতার বার্তা দিয়েছেন।

নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে শোয়েব আখতার বলেন, ‘আমি সবসময় শক্তি ও পারফরম্যান্সে বিশ্বাস করি। টাইলক্স ঠিক তেমনই—শক্তিশালী, নির্ভরযোগ্য এবং কার্যকর। তাই টাইলক্সের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’

টাইলক্সের চিফ বিজনেস অফিসার মারুফুর রহমান জানান, সাকিব আল হাসানের পর শোয়েব আখতারকে যুক্ত করার মাধ্যমে ব্র্যান্ডটি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে চায়। ভোক্তাদের কাছে টাইলক্সকে শক্তিশালী, বিশ্বস্ত ও কর্মদক্ষতাসম্পন্ন হোম কেয়ার ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম বলেন, ‘টাইলক্স হাউজহোল্ড সারফেস ক্লিনিংয়ের জন্য এমন এক সলিউশন যা শুধু পরিষ্কার করে না, সঙ্গে পরিবেশকেও রাখে সুরভিত। যাকে বলে অলরাউন্ডার! জানান, রিমার্কের এ প্রোডাক্ট প্রস্তুত হচ্ছে এশিয়ার এ অঞ্চলের অন্যতম বৃহৎ এবং পরিবেশবান্ধব ইন্ডাস্ট্রিতে।

নতুন অ্যাম্বাসেডর হিসেবে শোয়েব আখতার যুক্ত হওয়ায় আন্তর্জাতিক পরিমন্ডলে ব্র্যান্ডে হিসেবে টাইলক্স নতুন মাত্রা পাবে বলে আশা করেন তিনি।

এএইচ