সরকারি দপ্তরের অনিয়ম-দুর্নীতি ও হয়রানির অভিযোগ নিয়ে সেবা বঞ্চিত জনসাধারণ ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে দুদকের ১৭০তম গণশুনানি অনুষ্ঠিত হয় কুমিল্লায়। বুধবার কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানিতে অংশ নেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান।
কুমিল্লার সব সরকারি দপ্তর প্রধান এবং দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বিক্ষুব্ধরা। এসময় বিদ্যুৎ, গ্যাস, হাসপাতাল, পার্সপোর্টসহ বিভিন্ন সরকারি অফিসের হয়রানির অভিযোগ করেন সেবা গ্রহিতারা। উত্থাপিত বেশ কিছু অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত জানায় দুদক।
উদ্বোধনী বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, ৫ আগস্ট সৃষ্টির মূল কারণ দুর্নীতি। ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেকের সদিচ্ছা প্রয়োজন বলে মনে করেন তিনি।
দুদকের চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেন, ‘আজকে যে ৫ আগস্ট হলো এবং বিভিন্ন সময় যে আন্দোলন হয়েছে, এগুলোর মূল কারণ হচ্ছে আমরা সমাজে এক প্রকারের অবিচার লালন করি। যার প্রতিটি অবিচারের পেছনের বীজ হচ্ছে দুর্নীতি। আমরা সমাজের প্রধান আকাঙ্ক্ষা কিন্তু একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন করা।’
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি দুদকের প্রথম গণশুনানি। শুনানি ৪টি বুথে সেবা বঞ্চিত জনসাধারণ ১৩৯টি অভিযোগ উত্থাপন করেন।