স্বাধীন কমিশন ও স্বচ্ছ নিয়োগ ছাড়া দুর্নীতি রোধ সম্ভব নয়: নুর

কথা বলছেন নুরুল হক নূর
রাজনীতি
0

সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ এবং স্বাধীন কমিশন ছাড়া দুর্নীতি ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) রাজধানীর কবি নজরুল কলেজে জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি সম্মান জানাতে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।

নুরুল হক নূর বলেন, ‘সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ এবং স্বাধীন কমিশন ছাড়া দুর্নীতি ঠেকানো সম্ভব নয়।’

তিনি বলেন, ‘অনেক রাজনৈতিক দল মুখে সংস্কারের কথা বললেও অন্তরে লালন করছে ফ্যাসিবাদ।’

এসময়, ছাত্র সংসদ না থাকায় রাজনীতি দখল করছে পেশীশক্তি— এমন উদ্বেগের কথাও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত অন্য বক্তারা বলেন, ‘শুধু আবু সাঈদ নয়, সব শহিদই রাষ্ট্রীয় মর্যাদার দাবিদার।’

এছাড়া অনুষ্ঠানে কবি নজরুল কলেজের শহিদ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা দ্রুত বিচার ও পূর্ণ মর্যাদার দাবি জানিয়েছেন।

কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ প্রমুখ।

এসএইচ