প্রথম শ্রেণির পৌরসভা নড়াইলের ৭৫ শতাংশ সড়ক বেহাল। জলাবদ্ধতা ও খানা-খন্দে এসব সড়ক হয়ে উঠেছে চলাচলের অনুপযোগী। এতে দুর্ভোগে পড়েছে পৌর এলাকার লাখো মানুষ। কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ পাওয়া সাপেক্ষে শুরু হবে সংস্কার।
শুষ্ক মৌসুমেও সড়কে জমে আছে পানি। খানা-খন্দে হয়ে উঠেছে চলাচলের অনুপযোগী। গেল ১০ বছরের বেশি সময় ধরে এ অবস্থা নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকার ব্যস্ততম সড়কের।
শুধু রুপগঞ্জ-ভওয়াখালী সড়কই নয়, এমন করুণ অবস্থা নড়াইল পৌরসভার ৭৫ শতাংশ সড়কেরই। ঝুঁকি নিয়ে চলছে ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল, ট্রাক। অভিযোগ, বছরের পর বছর সড়ক সংস্কারে পদক্ষেপ নেই পৌরসভার।
স্থানীয় একজন বলেন, ‘রাস্তাঘাট সবজায়গায় হচ্ছে খারাপ। যেখানে পাঁচ মিনিটে যেতে পারি, সেখানে যেতে এক ঘণ্টা সময় লাগছে। বারবার বলা সত্ত্বেও পৌরসভা কোনো পদক্ষেপ নেয়নি। রাস্তা দ্রুত সংস্কার করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।’
প্রায় দেড় লাখ মানুষের এই পৌরসভায় সড়ক রয়েছে ৩৭১ কিলোমিটার। এর মধ্যে ১৭৭ কিলোমিটার সড়কই কাঁচা। আর ১৯৪ কিলোমিটার সড়ক কাগজে কলমে পাকা হলেও বাস্তব চিত্রটা ভিন্ন।
পৌর কর্তৃপক্ষ বলছে, বাজেট স্বল্পতার কারণে সড়কের এ অবস্থা। বরাদ্দ অনুযায়ী পর্যায়ক্রমে হবে সড়কের সংস্কার।
নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না বলেন, ‘এগুলো সংস্কার বা মেরামত করার জন্য অনেক বড় একটা বাজেটের প্রয়োজন। যে সামর্থ্য নড়াইল পৌরসভার নেই। ছোট ছোট প্রজেক্ট নিয়ে রাস্তাঘাট উন্নয়নসহ ড্রেনেজ সিস্টেম উন্নত করার চেষ্টা করছি।’
তবে শুধু আশ্বাস নয় দ্রুত এসব সড়ক সংস্কারে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।