আজ (শুক্রবার, ৭ ফেব্রুয়ারি) বিকালে আন্ধারমানিক নদে তারুণ্য উৎসব ২০২৫ এর আওতায় নৌকা বাইচ প্রতিযোগিতায় ১২ টি ইউনিয়নের ১২ টি নৌকা অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয় উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ, তাদের একটি ১৭৬ লিটারের একটি ফ্রিজ দেয়া হয়।
প্রথম রানার আপ হয় ধানখালী ইউনিয়ন পরিষদ, তাদের ১৫৭ লিটারের একটি ফ্রিজ দেয়া হয় এবং দ্বিতীয় রানার আপ হয় মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ, তাদের ১৩২ লিটারের একটি ফ্রিজ দেয়া হয়।
নৌকাবাইচ দেখার জন্য আন্ধারমানিক নদের দুই কিলোমিটার এলাকার দুই তীরে হাজার উৎসুক মানুষের উৎসবমুখর অংশগ্রহণ ঘটে।
কলাপাড়া হেলিপ্যাড মাঠ সংলগ্ন থেকে পূর্বদিকে টিয়াখালী ইউনিয়নের মাঝের খেয়াঘাট পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় পুলিশ, ফায়ারসার্ভিসসহ অন্যান্য বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে প্রতিযোগিতা শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচের উদ্বোধন এবং পুরস্কার প্রদান করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। উদ্বোধনী সভার সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।