বক্তারা বলেন, গত সরকারের আমলে ওসি প্রদীপ চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট হওয়ায় আইনের তোয়াক্কা না করেই গুম, খুন, নির্যাতন, হত্যার মত কর্মকাণ্ড চালিয়েছে সে।
তার রোষানলে পড়ে এলাকায় অনেকেই বাড়িঘর, সহায়-সম্পদ হারিয়েছেন। প্রদীপের প্রত্যক্ষ নির্দেশেই সেনাবাহিনীর মেধাবী অফিসার মেজর সিনহাকে হত্যা করা হয়।
তাই অবিলম্বে ওসি প্রদীপের ফাঁসি কার্যকরের দাবি জানান ভুক্তভোগীরা। এর আগে, ২০২২ সালের জানুয়ারি মাসে মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপসহ ২ জনের ফাঁসির আদেশ দেন কক্সবাজার আদালত।