নেত্রকোণায় নদী হাওর রক্ষায় গণশুনানি

এখন জনপদে
0

নেত্রকোণায় নদী, হাওর, খাল-বিল খনন এবং জলাশয় রক্ষায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ৯ ফেব্রুয়ারি) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে সাতপাই পানি ভবনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে কৃষক, জেলে নদীর তীরবর্তী বাসিন্দাসহ সংশ্লিষ্ট কৃষি, মৎস্য, স্থানীয় সরকার প্রকৌশল, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এসময় গণশুনানি গ্রহণ করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান। জেলার নদ-নদী, খাল-বিল এবং হাওরের জীববৈচিত্র্যের পরিবেশ তুলে ধরাসহ নদী হত্যা না করে বালু উত্তোলন এবং নদীর গতিপথ ফিরিয়ে আনার জন্য প্রস্তাবনা তুলে ধরেন পরিবেশবিদসহ কৃষকরা।

নেত্রকোণা জেলায় এই প্রথম এমন গণশুনানিতে সরাসরি কৃষকসহ সাংবাদিক এবং বিভিন্ন পরিবেশবাদী সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

আলোচনায় মতামত তুলে ধরেন, নেত্রকোণার শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আলপনা বেগম, বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, সাংবাদিক পল্লব চক্রবর্তী, কামাল হুসাইন, বেলার নেটওয়ার্ক প্রতিনিধি মো. দিলওয়ার খান, কৃষক আব্দুস সালাম ও তারা মিয়াসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, জেলার সীমান্তবর্তী পাঁচটি নদী সোমেশ্বরী, কংস, মহাদেও, গনেশ্বরী ও নেতাই নদীসহ অসংখ্য পাহাড়ি ঝর্ণাছড়া দীর্ঘদিন ধরে খনন না করায় মাটি ও পলিপড়ে ভরাট হয়েছে। নদীগুলোর নামব্রতা ফেরাতে সরকারিভাবে হাইড্রো গ্রাফিক্স জরিপের মাধ্যমে ড্রেজার মেশিন দিয়ে নিয়মিত খননসহ নদীর রক্ষায় অপরিকল্পিত বাঁধ দেওয়া বন্ধ করতে হবে মত দেন।

এছাড়াও হাওরে যত্রতত্র বাঁধ নির্মাণ নির্মাণ বন্ধসহ মাটির বাঁধের পরিবর্তে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ ও নদী এবং জলাশয়ের উপর উঁচু করে ব্রিজ নির্মাণেরও দাবি জানান।

সেজু