বাবুরহাট ও মাধবদীকে বাঁচাতে নরসিংদীতে ব্যবসায়ীদের বিক্ষোভ

এখন জনপদে
0

নরসিংদীর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে নির্মাণ হতে যাওয়া ৮ কিলোমিটার বাইপাস সড়কের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করছে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ১৪৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ১ লেন বন্ধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে হাজারো ব্যবসায়ী। বেলা বাড়ার সাথে সাথে বিক্ষোভে যোগ দেয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

ব্যবসায়ীরা জানান, মাধবদী ও বাবুর হাটকে বাদ দিয়ে এই সড়ক নির্মাণ হলে মুখ থুবরে পড়বে দেশের অন্যতম দেশিয় পাইকারি কাপড়ের বাজার শেখের চর-বাবুরহাট।

যার প্রভাব পড়বে পুরো দেশের কাপড়ের বাজারে। সেই সাথে দেখা দিবে কর্মহীনতা, কমবে লেনদেন। অচিরেই, মাধবদী ও বাবুর হাটকে পাশ কাটিয়ে নির্মাণ হতে যাওয়া বাইপাসের পরিকল্পনা বাতিলের দাবি জানায় বিক্ষোভকারীরা।

মাধবদী ও বাবুরহাট রক্ষা কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন আনু তার বক্তব্যে বলেন, ‘শতবর্ষী বিজনেস জোন মাধবদী ও বাবুর হাটকে বাদ দিয়ে বাইপাস হলে বিপাকে পড়বে ব্যবসায়ী ও শ্রমিক-কর্মচারীসহ ১৫ লাখ মানুষ। তাদের কর্মসংস্থান স্বাভাবিক রাখতে এই বাইপাসের পরিকল্পনা বাদ দিতে হবে।’

মাধবদী বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ চৌধুরি বলেন, ‘এই বাইপাস সড়ক বিগত সরকারের অযৌক্তিক পরিকল্পনা। এটি কোনোভাবেই বাস্তবায়ন হতে দেয়া হবে না। এটি করা হলে বাবুর হাটের ব্যবসায়ীরা বিপাকে পড়বে, লেনদেন কমবে ব্যাংকসহ দেশীয় কাপড়ের বাজারে।’

এএইচ