'রমজান ঘিরে খাদ্যপণ্যের দাম সহনশীল রাখতে সরকারের পদক্ষেপ চলমান রয়েছে'

কক্সবাজার
এখন জনপদে
0

আগামী রমজান ঘিরে খাদ্যপণ্যের দাম সহনশীল রাখতে সরকারের পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে সভায় একথা বলেন তিনি।

আলী ইমাম মজুমদার বলেন, 'দেশে বর্তমানে খাদ্যশস্যের সরকারি মজুত এবং আমদানি ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।'

কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে চালের সংকটও কেটে দাম সহনশীল হবে বলে জানান তিনি।

এছাড়া মিয়ানমার-রাখাইনের গৃহযুদ্ধের কারণে যাতে দেশে খাদ্য সংকট তৈরি না হয় সে লক্ষে বাংলাদেশ থেকে খাদ্যশস্যের চোরাচালান প্রতিরোধে কঠোর নির্দেশনা দেন খাদ্য উপদেষ্টা।

এর আগে সভায় অংশ নেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

সেজু