আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদের এনেক্স ভবনের সভাকক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এছাড়াও অনুষ্ঠানে জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, 'গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। তাদের সাহস ও অবদানের প্রতি সম্মান জানাতেই এ সংবর্ধনার আয়োজন। জেলা পরিষদ জনগণের পরিষদ, জেলা পরিষদ আপনাদের পরিষদ তাই আমরা সর্বদা আপনাদের পাশে থাকবো'।
চেয়ারম্যান কাজল তালুকদার আরো বলেন, 'আমরা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গড়ে তুলবো। আমার কাজের মাধ্যমেই এটার প্রমাণ দিতে চাই। ইতোমধ্যে আমরা জেলা পরিষদের যেসব কার্যক্রম নিয়েছি তাতে আমরা অত্যন্ত সুক্ষ্মভাবে বিচার বিবেচনা করি। যাতে এখানে বসবাসরত ১৩টি জাতিগোষ্ঠী কোন বৈষম্যের মুখে না পড়েন'।
এসময় জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা তাদের পাশে দাড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'ভবিষ্যতে নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন। বাংলাদেশ যদি বহির্বিশ্ব থেকে ২০ বছর পিছিয়ে থাকে, তাহলে পার্বত্য অঞ্চলও বাংলাদেশ থেকে ২০ বছর পিছিয়ে আছে। তাই এই পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে সচেতন হতে হবে। ঐক্যবদ্ধভাবে সব জাতি-গোষ্ঠীকে একত্রিত হয়ে কাজ করতে হবে।