রাঙামাটির বাঘাইছড়ি ও নানিয়ারচরে ৬ বসতঘর পুড়ে ছাই

এখন জনপদে
0

রাঙামাটির বাঘাইছড়ির বটতলী ও নানিয়ারচরের বগাছড়িতে পৃথক ঘটনায় ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলার বাঘাইছড়ি উপজেলার বটতলী পশ্চিম পাড়ায় ৫টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে নিতে পারেননি। এতে ওই এলাকার মো. লাবলু, নুর জামাল, রহমত আলী, আজগর ও মো. হোসেনের বসতঘর পুড়ে গেছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে স্থানীয়দের ধারণা।

ক্ষতিগ্রস্ত আজগর ও রহমত আলী বলেন, 'হঠাৎ করেই ঘরে আগুন লেগেছে। পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদেরকে খোলা আকাশের নিচে থাকতে হবে।'

প্রত্যক্ষদর্শী স্থানীয় আশিকুর রহমান জানান, বিকেলে পশ্চিম পাড়া গ্রামে একসারিতে ৫টি কাঁচা বসতঘরে হঠাৎ আগুন লাগতে দেখা যায়। এরপরেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস থাকলে এই ক্ষতি কমানো যেতো।

এদিকে আজ সকালে জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়ি কৈলাশচন্দ্র পাড়ায় মন্টু চাকমা (৩৮) নামের ব্যক্তির বসতঘর আগুনে পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে পুলিশের ধারণা।

নানিয়ারচর থানার ওসি নাজির আলম বলেন, 'পুড়ে যাওয়া বসতঘরে বিস্ফোরিত একটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তার কোন হদিস পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে। এতে ২ লক্ষ টাকার মত ক্ষতি হতে পারে।'

সেজু