ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসে ডাকাতি-শ্লীলতাহানি, তিনদিন পর থানায় মামলা

টাঙ্গাইল
আইন ও আদালত
এখন জনপদে
0

ঢাকা-রাজশাহী মহাসড়কের ইউনিক রোড রয়েলস বাসে ডাকাতি-শ্লীলতাহানির ঘটনার তিনদিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী ওমর আলী বাদী হয়ে আজ (শুক্রবার, ২১ ফেব্রুয়ারি) ভোর রাতে এই মামলা দায়ের করেছেন।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন মামলা গ্রহণের কথা নিশ্চিত করেছেন। গত সোমবার দিবাগত রাতে যাত্রীবাহী ওই বাসটিতে ডাকাতির ঘটনা ঘটে।

ওমর আলীর বর্ণনামতে, সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে বাসটি ছেড়ে আসে। সাড়ে ১২টার দিকে বাসটিতে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজনকে রক্তাক্ত করে ডাকাতি শুরু করে। প্রায় তিনঘণ্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থান ঘুরিয়ে ডাকাতি ও শ্লীলতাহানি করে বাস থামিয়ে তারা বাস থেকে নেমে যায়।

ডাকাতরা বাস থেকে নেমে যাওয়ার পর বাস চালক বাসটি নিয়ে গন্তব্যে যেতে অস্বীকৃতি জানায়। পরবর্তী সময়ে যাত্রীদের চাপের মুখে বাস নিয়ে যাত্রা শুরু করেন চালক। মঙ্গলবার বেলা এগারোটার পরে যাত্রীরা বাসটিকে নিয়ে বড়াইগ্রাম থানায় নিয়ে যান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার পরে বাসটি বড়াইগ্রাম থানায় ঢোকানো হয়। এ সময় বাসের চালক বাবলু আলী (৩০), সুপারভাইজার সুমন ইসলাম (৩৩) ও তাঁর সহকারী মাহবুব আলম (২৮) কে আটক করে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠায় বড়াইগ্রাম থানা পুলিশ। পরে তারা আদালতের মাধ্যমে জামিনে মুক্তি লাভ করেন।

এএইচ