তিনি বলেন, ‘১৮০ দিন হয়ে গেল নির্বাচনের কথা শুনি না। শুনি নতুন দল হচ্ছে, আরেকটি দল লাফাচ্ছে, এতে কোনো লাভ হবে না, তারেক রহমানের নেতৃত্বে দেশে নির্বাচন হবে এবং জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে বলে আমরা বিশ্বাস করি।’
আজ (রোববার, ১৯ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক কমিটি সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল ইসলাম, জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে শহীদ হওয়া ১১ জনের পরিবারের সদস্যদের হাতে অনুদান তুলে দেয়া হয়।