বিএনপির দায়িত্ব সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা: টুকু

সিরাজগঞ্জ
বিএনপি আয়োজিত র‌্যালি
এখন জনপদে
রাজনীতি
2

সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা বিএনপির দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) বিকেলে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিএনপির দায়িত্ব সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা। যেন সুষ্ঠু নির্বাচন হয়।’

তিনি বলেন, ‘যদি নির্বাচন চাও তাহলে আর এসব বিশৃঙ্খলা করা যাবে না। আমরা প্রধান উপদেষ্টাকে বলে এসেছি, এ দায়িত্ব আমরা নিলাম।’

আরও পড়ুন:

এ সময় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

দিবসটি উপলক্ষে শহরের ইসলামিয়া কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।

এসএস