সুনামগঞ্জ-দিরাই সড়কে বেইলি সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

সুনামগঞ্জ
এখন জনপদে
0

সুনামগঞ্জ-দিরাই সড়কের সদর উপজেলার কাঠের বেইলি সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। আজ (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) ভোর ৪ টায় ঐ সেতু দিয়ে একটি মাল বোঝাই ট্রাক সুনামগঞ্জ সদর থেকে দিরাই উপজেলায় যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে।

সড়ক জনপথের তথ্যমতে, শুক্রবার ভোরে মালবাহী একটি ট্রাক অতিরিক্ত ওজন নিয়ে সদর উপজেলা থেকে দিরাই উপজেলায় যাওয়ার পথে কাঠের বেইলি সেতু পার হওয়ার সময় সেতুর শেষ প্রান্তে গিয়ে পাটাতন ভেঙে গেলে ট্রাকটি সেখানে দেবে যায়। এতে সুনামগঞ্জ ও সিলেটের সাথে সরাসরি সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দিরাই উপজেলার।

পাশাপাশি এই সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় সেতুর দুই পাশে শতাধিকের উপরে যান চলাচল আটকা পড়েছে। পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ভোগান্তিতে পড়া মানুষরা জানান, সেতুটি ভেঙে যাওয়ায় আমাদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এই ভোগান্তি থেকে কখন মুক্তি পাবো সেটাও জানি না।

তবে সড়ক জনপদের এক কর্মকর্তা জানান, সেতু মেরামতের জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। দুই থেকে তিন ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সেজু