আজ ( শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) বিকালে সড়ক স্বাভাবিক হওয়ার তথ্যটি নিশ্চিত করেন সুনামগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ড.মোহাম্মদ আহাদ উল্লাহ।
সড়ক জনপদের তথ্য মতে, সুনামগঞ্জ-দিরাই সড়কের সদর উপজেলার কাঠরই বেইলি সেতুর পাটাতন ভেঙে একটি মালবাহী ট্রাক আটকে যায়। ফলে সুনামগঞ্জ ও সিলেটের সাথে সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দিরাই উপজেলার। এতে দুর্ভোগে পড়েন গন্তব্যে যাওয়া যাত্রীরা। পরে সড়ক জনপদ বিভাগ সেতুটি দ্রুত মেরামত করে সেতুটি দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
সুনামগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ড.মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, দীর্ঘ ১৩ ঘণ্টা পর বেইলি সেতুর উপর দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়েছে। এতে সুনামগঞ্জ ও সিলেটের সাথে সড়ক পথে দিরাই উপজেলার যোগাযোগ সচল হয়েছে।