শরীয়তপুরে ডাকাতি করে পালানোর সময় নদীতে নেমে ধাওয়া, গণপিটুনিতে নিহত ২

এখন জনপদে
0

শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় রাতে ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এসময় পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন। এর আগে তাদের এলোপাতাড়ি গুলিতে আহত হয় স্থানীয় তিনজন। জব্দ করা হয়েছে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সামগ্রী। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

শুক্রবার রাত ১১টা। শহরের কীর্তিনাশা নদীতে স্পিড বোট চালিয়ে পালানোর চেষ্টা করে সন্দেহভাজন ডাকাত চক্রের সদস্যরা।

এ সময় স্থানীয়দের বাধার মুখে পরলে এলোপাথাড়ি গুলি ও হাতবোমা ছোড়ে তারা। এলাকায় খবরটি দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাইকিং করা হয় আশপাশের এলাকাতেও। মুহূর্তেই শতশত মানুষ ডাকাত সন্দেহে চক্রটিকে ঘিরে ফেলে। বিক্ষুব্ধ মানুষ ৮ জনকে আটক করে গণধোলাই দেয়।

পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে আনা হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে তাদের ছোড়া গুলি আর হাত বোমায় আহত হয় স্থানীয় ৪ জন।

প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় পাঁচ ডাকাত ও ২ জন স্থানীয়কে ঢাকায় পাঠানো হয়েছে। আর ঘটনার তদন্তে কাজ করছে সিআইডি পুলিশ।

নিহত দুইজনের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এএইচ