হবিগঞ্জে সয়াবিন তেলের দাম বৃদ্ধির অভিযোগে জরিমানা

হবিগঞ্জ
এখন জনপদে
0

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ (সোমবার, ৩ মার্চ) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি ও মজুদ রাখার অপরাধে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে চৌধুরী বাজারের রকি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা এবং মজুদ করার অপরাধে নবীগঞ্জ সড়কের উমেদ নগরে ফৌজিয়া স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় চৌধুরী বাজারে আরো দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তবে সেখানে গুরুত্বর কোনো অনিয়ম না পাওয়ায় সতর্ক করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সাকিব হোসাইন। সেনাবাহিনীর একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।

এএইচ