‘অন্তর্বর্তী সরকার হলো নির্বাচন দেওয়ার সরকার’

নোয়াখালী
রাজনীতি
এখন জনপদে
0

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন অন্তর্বর্তী সরকার হলো নির্বাচন দেওয়ার সরকার। এ সরকারের দায়িত্ব হল কিছুটা সংস্কার করা। আজ (সোমবার, ৩ মার্চ) সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার হলো নির্বাচন দেওয়ার সরকার। এ সরকারের দায়িত্ব হল কিছুটা সংস্কার করা। যেহেতু শেখ হাসিনা ১৬ বছর ক্ষমতায় থেকে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তাই কিছু কিছু সংস্কার করবে এর জন্য সকল রাজনৈতিক দল ও ছাত্র-জনতার পক্ষ থেকে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনয়ন করা হয়েছে।’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘এর মধ্যে একটি দল জাতীয় সংসদের আগে স্থানীয় নির্বাচনের দাবি করছে। আমাদের দেশের ষড়যন্ত্রকারীরা আবারও ষড়যন্ত্র করে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। আবারো ষড়যন্ত্র করতে পারে বলেই আমরা দাবি করি অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার।’

সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে হাসিনার বিচার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদ নির্বাচন হতে হবে তার আগে ইউনিয়ন নির্বাচন ও উপজেলা নির্বাচন নয়। এমন একজনকে আমরা প্রধান উপদেষ্টা করেছি যিনি বিশ্বের দরবারে একজন গুণীজন। আমাদের কাছে সম্মানিত। তিনি কারো কথা শুনবেন না, তিনি কারো কান কথা শুনবেন না। তিনি বাংলাদেশের মানুষের কথা শুনবেন। তাদের কথা শুনে আগে জাতীয় সংসদ নির্বাচন দিবেন।’ এসময় তিনি মেম্বার-চেয়ারম্যান বানানোর জন্য আন্দোলন হয়নি, সংসদ সদস্য বানানোর জন্য আন্দোলন হয়েছিল বলেও জানান।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন সরকার ক্ষমতা গঠন করে ফেলেছেন এই ভাবা ঠিক নয়। আমি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপিকে বলতে চাই, মানুষের কাছে জান, সালাম দেন। যে দুই-এক জন অন্যায় কাজ করেছেন তারা বিরত থাকেন। এরপর যদি কেউ চাঁদাবাজি করেন তাহলে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’

এএইচ