শ্রমিক ও বাস মালিকরা জানান, সড়কে নিরাপত্তা, ২ মার্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত ও গতকাল বাস শ্রমিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এই ধর্মঘট ডাকে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
দুর্ভোগে থাকা যাত্রীরা জানান, জামালপুরের সাথে সারা দেশের সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ ধর্মঘট ডাকায় কিছুটা দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
এদিকে নতুন করে জেলা প্রশাসক হাসিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে স্মারক লিপি দিয়েছে মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত ২ মার্চ সদর উপজেলার শরিফপুর এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি রাজীব পরিবহনে বাসের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুই যাত্রী নিহত হলে বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া রাজীব বাস বন্ধসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এর প্রেক্ষিতে বাস মালিক ও শ্রমিকরা ধর্মঘটের ঘোষণা দেয়।