নগরবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই নগরীর আগ্রাবাদ, পাঠানটুলি, দেওয়ানহাট, পোস্তারপারসহ বিভিন্ন এলাকায় পানি নেই। কোথাও কোথাও পানি পাওয়া গেলেও তা মাত্রাতিরিক্ত লবণাক্ত।
যা খাওয়ার অনুপযোগী। তাই কিনেই পানি খেতে হচ্ছে তাদের। সুপেয় পানির সংকটে ইফতার সেহরি কিংবা স্বাভাবিক কাজকর্মও ব্যাহত হচ্ছে।
পাশাপাশি ওয়াসার বিলও শোধ করতে হচ্ছে নিয়মিত। এ অবস্থায় দ্রুত পানির সমস্যার সমাধানের দাবির পাশাপাশি স্মারকলিপিও দেন তারা।
নগরবাসীর দাবির প্রেক্ষিতে আজ থেকেই পানি সরবরাহ নিশ্চিতের কথা জানান ওয়াসা কর্মকর্তারা।