রাঙামাটির রাজস্থলীতে প্রসবকালে শাবকসহ মা হাতির মৃত্যু

এখন জনপদে
0

রাঙামাটির রাজস্থলী উপজেলায় কাইথাক পাড়া এলাকার বাগানে প্রসবকালে অসুস্থ হয়ে একটি বুনো হাতি ও শাবকের মৃত্যু হয়েছে। স্থানীয় বন বিভাগের উদ্যোগে মা হাতি ও শাবকটিকে ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেয়া হয়েছে। দুই দিন আগেই হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে রাজস্থলী থানায় বন বিভাগের উদ্যোগে সাধারণ ডায়রি করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১১ মার্চ) বিকাল ৩ টার দিকে ময়নাতদন্ত শেষে মা হাতি ও শাবকটিকে মাটিচাপা দেওয়া হয়। দুপুরে খবর পয়ে বন বিভাগ ঘটনাস্থলে পৌঁছায়।

তবে হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এমনকি সেখানে কোন বিদ্যুতের ফাঁদও নেই বলে জানিয়েছেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেঞ্জ কর্মকর্তা ফারজ আল আমিন।

রাজস্থলী উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সহকারি চিকিৎসক চিরজিৎ চাকমা বলেন, 'মা হাতিটি প্রসবকালে অসুস্থ হয়, পরে শাবকসহ মারা গেছে। মা হাতির বয়স ২০ বছরের বেশি হতে পারে। মৃত হাতিটির ওজন ৩ টন ও দৈর্ঘ্য ১০/১২ ফুট। দুই দিন আগে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।'

স্থানীয়রা জানান, গেল কয়েক সপ্তাহ ধরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গহীন বনের হাজী পাড়া, তংবসি পাড়া, নোয়া পাড়া সর্বশেষ কাইথাক পাড়া এলাকায় একদল বন্য হাতি আসে। এরমধ্যেই আজকে এক মা হাতির মরদেহ পরে থাকতে দেখা গেছে বনে।

সেজু