শিল্পাঞ্চলে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কঠোর পদক্ষেপ নেয়া হবে: আইজিপি

দেশে এখন
এখন জনপদে
0

শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে ভাঙচুর ও রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, 'বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এইখানে যাদের স্বার্থে আঘাত লেগেছে তারা সংক্ষুব্ধ, সেজন্য অনেকেই অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।'

আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) সকালে গাজীপুরে শিল্প পুলিশের বিশেষ কল্যাণ সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক।

আইজিপি বলেন, 'শ্রম মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয়েছে, শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও মার্চ মাসের আংশিক বেতন ২০ রমজানের মধ্যে পরিশোধ করা হবে। তাদের এই ন্যায়সংগত পাওনা আদায়ের জন্য সকল পক্ষের সঙ্গে আলোচনা চলছে।'

এর আগে বিশেষ কল্যাণ সভায় শিল্প পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারারা অংশ নেন। এসময় শিল্প পুলিশের আবাসন, ছুটি ও ভাতা সমস্যাসহ নানান বিষয় সমাধান করার আশ্বাস দেন আইজিপি।

কল্যাণ সভায় আইজিপি বাহারুল আলম বলেন, 'আমাদের কাজ করতে দেন। অনুগ্রহ করে আমাদের উপর আক্রমণ করবেন না। আমরা তো সমাজ এবং দেশেরই লোক। কীভাবে সমাজে স্থিরতা আসবে, কীভাবে আমরা নিরপেক্ষ, অবাধ নির্বাচনের দিকে এগুবো, আমরা যদি আস্থা না আনতে পারি। আমাকে কেন কাজ করতে দিচ্ছেন না। এটা তো টোটালি যুক্তিহীন একটা কাজ। এতদিন পরে এখন তো আর আবেগতাড়িত হওয়ার কিছু নাই। পুলিশ তো মানুষের শত্রু নয়। এই জায়গাটায় দেশবাসীর কাছে অনুরোধ করি আমাদের কাজ করতে দেন।'

শিল্প পুলিশের অ্যাডিশনাল আইজি ছিবগাত উল্লাহর সভাপতিত্বে কল্যাণ সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুর শিল্প পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেজু