এ সময় উভয় পক্ষের মধ্যে বিপুল পরিমাণ হাত বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় টহল দিচ্ছে বলে জানা গেছে।
তবে সংঘর্ষে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নিশ্চিত করতে পারেনি পুলিশ। জাজিরা থানার ওসি মাহাবুবুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি জানান, দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। তারই অংশ হিসেবে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িতদের আইনশৃঙ্খলা ধরতে বাহিনী কাজ করছে।