গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে যশোরে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি

এখন জনপদে
0

গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে যশোরে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালিত হয়েছে। আজ (সোমবার, ৭ এপ্রিল) সকালে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহরের দড়াটানা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের ঈদগাহ মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খানসহ নেতৃবৃন্দ অংশ নেন।

আরো পড়ুন:

এসময় তারা ফিলিস্তিনিতে গণহত্যা বন্ধের দাবিতে নানা স্লোগান দেয়। এছাড়া ইসরাইলি পণ্য বর্জনের আহবান জানান তারা। বিক্ষোভ মিছিলে ছাত্র-জনতা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এএইচ