সাতক্ষীরায় সড়ক বিভাগের জায়গায় নির্মিত ভবন গুড়িয়ে দিল প্রশাসন

সাতক্ষীরা
এখন জনপদে
0

সাতক্ষীরা মেডিকেল কলেজের পাশে সড়ক বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ ট্রাক টার্মিনাল ভবন গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আলিপুর এলাকার ট্রাক টার্মিনালে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় সড়ক বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা দুইতলা একটি ভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে জমি অবৈধ দখলদার মুক্ত করা হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের নেতৃত্বে বিশেষ এই অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর কর্মকর্তা, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী,পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আব্দুস সবুরের দখলে থাকা ৫ দশমিক ৪৮ একর (১৬ দশমিক ৬ বিঘা) জমি অবৈধ দখলদার মুক্ত করা হয়। এছাড়া তার দখলে থাকা সব খাস জমি আগামী এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে অবৈধ দখলদার উচ্ছেদ ও সরকারি খাস জমি উদ্ধারে এই অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।

এএইচ