রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম
নিহত যুবদণ কর্মী  আবদুল্লাহ মানিক
এখন জনপদে
0

চট্টগ্রামের রাউজানে এক করেছে দুর্বৃত্তরা। গতকাল (শনিবার, ১৯ এপ্রিল) মধ্যরাতে নোয়াপাড়ার বাগোয়ান গরীবুল্লাহ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবদল কর্মীর নাম আবদুল্লাহ মানিক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মানিকেরপা, মাথাসহ বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন আছে। রাতে নিজ বাড়ির পাশেই তাকে খুন করে ফেলে রাখে যায় সন্ত্রাসীরা। রাত দুইটার কিছু পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, মানিক দীর্ঘদিন প্রবাসে ছিল। দেশে এসে যুবদলের রাজনীতিতে যোগ দেয়। রাউজানের নোয়াপাড়ায় বালুমহল দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে ৫ আগস্টের পর কয়েকটি পক্ষের সংঘর্ষ চলছে। এর মধ্যে অন্তত পাঁচজন খুন হয়েছেন একই এলাকায়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

এএইচ