আ.লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ

নারায়ণগঞ্জ
সর্বস্তরের জনতা ব্যানারে সিদ্ধিরগঞ্জে সম্মিলিত মানববন্ধন ও বিক্ষোভ
এখন জনপদে
0

জুলাই গণঅভ্যুত্থানের নৃশংস হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রদ্রোহী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও জুলাইয়ে ঘোষণাপত্র প্রকাশের দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২১ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জের সর্বস্তরের জনতার ব্যানারে সমাবেশে বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের আহত মোহাম্মদ মাইনুদ্দিন, এনসিপির সিদ্ধিরগঞ্জের সংগঠক সোহেল খান সিদ্দিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের মুখপাত্র জহিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব হৃদয় ভূঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সংগঠক নাজমুল ইসলাম, এনসিপির সিদ্ধিরগঞ্জের সংগঠক রাইসুল ইসলাম রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব জাবেদ আলমসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যদি বিক্ষোভ সমাবেশ করতে হয় তাহলে এরচেয়ে বেশি লজ্জার আর কিছু নেই আমাদের বিপ্লবীদের জন্য। অভ্যুত্থান পরবর্তীতে যেখানে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই, মানুষ হিসেবে তাদের বাঁচারও অধিকার নেই। সেখানে এখন তারা বিভিন্ন মিছিল মিটিং করার দুঃসাহস দেখায়।

এসময় বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, ‘এই সরকার ব্যবস্থা আমাদের রক্ত দিয়ে বানানো। তারা যদি গণমানুষের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয় তাহলে অতি দ্রুতই এই বাংলাদেশের আকাশে বাতাসে জুলাইয়ের গন্ধ আবার আসার সম্ভাবনা রয়েছে। তাই অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে বলে জোর দাবি জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।

এএইচ