এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়। এগুলো ব্যবহার করে পথচারীদের আটকে ছিনতাই করছিল সে। আটক আব্দুল কাদের রোমান (২২) উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর এলাকার রফিতুল্লাহ মন্ডলের ছেলে। সে একসময় আনসারে কর্মরত ছিলেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার কাটলা বিরামপুর আঞ্চলিক সড়কের শান্তিমোড় এলাকায় মাদক বিরোধী অভিযান কার্যক্রম চলছিল। এ সময় শান্তিমোড় এলাকায় শফিকুল ইসলামের বাড়ির সামনে কয়েক যুবক সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে রাস্তার লোকজনদের তল্লাশি করছিলেন।
সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। তাদের মধ্যে দুজন পালিয়ে গেলেও আব্দুল কাদের রোমানকে আটক করে পুলিশ।
রাতেই সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র ও ওয়াকি টকি ব্যবহার করে রাস্তায় ছিনতাইয়ের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করে রোমান।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ভূয়া সেনাবাহিনীর পরিচয় পত্র ও ওয়াকিটকি ব্যবহারের রাতে পথচারীদের ছিনতাইয়ের অভিযোগে আব্দুল কাদের রোমান নামের এক যুবককে আটক করা হয়েছে।
তাদের অন্য দুই সদস্য পালিয়ে গেছে। আটক যুবকের বিরুদ্ধে নামে মামলা হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।