কাপ্তাইয়ে পাচারকালে সেনাবাহিনীর হাতে টিসিবি পণ্য জব্দ

কাপ্তাই থানা, রাঙামাটি
আইন ও আদালত
এখন জনপদে
0

রাঙামাটির কাপ্তাইয়ে অবৈধভাবে পাচার হওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। জব্দকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে ২০৮ লিটার সয়াবিন তেল, ২৫০ কেজি মসুর ডাল ও ১০০ কেজি চিনি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় কাপ্তাই জেটিঘাট এলাকায় কাপ্তাই সেনা জোন (অটল ছাপান্ন) এর সেনাসদস্যরা এসব মালামাল জব্দ করেন। সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ফারুকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা টিসিবি পণ্যগুলো পরিত্যক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়। মূলত পাশের বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি থেকে চোরাইভাবে বিক্রয়ের উদ্দেশে পণ্যগুলো ইঞ্জিন চালিত বোটে কাপ্তাই জেটিঘাটে নিয়ে এসেছিল।

এবিষয়ে কাপ্তাই থানার ওসি মো. মাসুদ জানান, উদ্ধারকৃত এসব টিসিবি পণ্য সেনাবাহিনী কাপ্তাই থানায় হস্তান্তর করে। পরবর্তীতে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট এসব মালামাল হস্তান্তর করা হয়েছে।

সেজু