পরে ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, ছয় দফা দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারা। সবগুলো দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে। এমনকি, দাবি মানা না হলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি জানান শিক্ষার্থীরা।
আন্দোলন চলা অবস্থায় সব ক্লাস ও পরীক্ষা বর্জন করা হয়। তাই দ্রুত সময়ে দাবি পূরণের মাধ্যমে আবারও পড়ার টেবিলে ফিরে যেতে চান শিক্ষার্থীরা।