স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে আরাফাত তার বন্ধুদের সাথে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। তারা দুষ্টামি করে ঘাটে থাকা ট্রলার থেকে নদীতে লাফ দেয়। এসময় তার বন্ধুরা লাফিয়ে পড়ে উঠে আসলেও আরাফাত নদীতে তলিয়ে যায়।
এসময় ঘাটের লোকজন তাৎক্ষণিক ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের টিম লিডার আলী আহম্মদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। পরে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আমাদের ডুবুরি দল স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’